Wednesday, September 4, 2019

আলাওল

আলাওল


হা হা! এখনও মনে আছে, ছোটবেলায় আলাওলের কবিতা পড়ার সময় তাঁর নাম উচ্চারণ করতে পারতাম না। উচ্চারণ করতাম 'ওলৌল'। এটা নিয়ে বান্ধবীরা এখনও মাঝেমাঝে ক্ষ্যাপায়। 🤣

যাই হোক....এবার প্রসঙ্গে আসি।

মহাকবি আলাওল মধ্যযুগের একজন বিখ্যাত বাংলা কবি। আব্দুল করিম সাহিত্য বিশারদ তাঁকে তৎকালের 'রবীন্দ্রনাথ' বলে আখ্যায়িত করেছেন। তাঁর জন্ম ১৫৯৩ সালে প্রাচীন গৌড়ের ফতেহাবাদে বর্তমান মাদারিপুর জেলার জালালাবাদে।

একদিন তিনি বাবার সাথে রোসাঙ্গ বা আরাকান (বর্তমান মায়ানমার) যাওয়ার পথে জলদস্যু কর্তৃক আক্রান্ত হন। এতে তাঁর পিতা মারা যান এবং তিনি জলদস্যু কর্তৃক বন্দি হলে পরবর্তীতে তাঁর স্থান হয় আরাকান রাজসভায়। এতে তাঁর কাব্যপ্রতিভা প্রকাশিত হলে আরাকান রাজার প্রধান আমাত্য মাগন ঠাকুরের সহযোগিতায় তিনি আরাকানের সভাকবি হিসেবে অধিষ্ঠিত হন। এভাবে নানা চড়াই উতরাইয়ের মাধ্যমে তাঁর কাব্যচর্চা বিকশিত হয়।

তিনিই উনার সমসাময়িক কবিদের মধ্যে বৈশিষ্ট্যের বিচারে সর্বশ্রেষ্ঠ রচিত। ধর্মীয় ধারার কবিতার সমসাময়িকে রোমান্টিক প্রণয়কাব্য রচনায় মুসলমান কবিদের অবদান অনস্বীকার্য। তাঁদের মধ্যে আলাওল ছিলেন অন্যতম।

তিনি বাংলা, আরবি, ফার্সি, সংস্কৃত, যুদ্ধবিদ্যা, সঙ্গীত ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'পদ্মাবতী', যা মালিক মুহাম্মদ জয়সীর হিন্দিকাব্য 'পদুমাবৎ' এর অনুবাদ কাব্যগ্রন্থ।তবে এতে তিনি সরাসরি অনুবাদ করেননি। তাঁর নিজস্ব স্বকীয়তা তিনি বজায় রেখেছেন। আলাওল তিন বছর সময় ব্যয়ে এর অনুবাদের কাজ শেষ করেন। একে একে তিনি রচনা করেছেন, সয়ফুলমুলক-বদিউজ্জামাল (এ দুটো ফারসি কাব্যগ্রন্থের অনুবাদ), হপ্তপয়কর, দৌলত কাজির অসমাপ্ত কাব্যগ্রন্থ 'সতীময়না'র লিখা শেষ করেন। এছাড়াও লোরচন্দ্রানী, রাগতালনামা, তোহফা, সেকান্দরনামা ইত্যাদিও তাঁর রচিত অনুবাদ ও মৌলিক গ্রন্থ। এছাড়াও কিছু গীতিকবিতাও রচনা করেছেন। রাগতালনামা ও গীতিকবিতাগুলো তাঁর মৌলিক গ্রন্থ। বাকিগুলো অনুবাদ গ্রন্থ।

১৬৭৩ সালে মহান এই পণ্ডিত কবির মৃত্যু ঘটে।

আরেকটা বিষয়ঃ গতবছর বাসা বদলানোর সময় উইপোকায় খাওয়া এক পুরনো 'পদ্মাবতী' বইয়ের উদ্ধার করেছিলাম। তা বোধহয় এখনও বস্তাবন্দিই আছে। বস্তা খুলে পড়ে দেখতে হবে।

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...