Monday, September 2, 2019

বাংলা একাডেমি 


বাংলা একাডেমির সাথে আমরা কমবেশ সবাই পরিচিত। কারণ এটি একটি ভাষা বিষয়ক প্রতিষ্ঠান। বাংলা ভাষায় যে কথা বলি তার প্রমিত রীতি বাংলা একাডেমি কর্তৃক অনুসৃত। এটি ১৯৫৫ সালে ৩ ডিসেম্বর ঢাকার বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার। এই একাডেমি প্রতিষ্ঠার পেছনে অবদান রাখেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ও চেষ্টা চালায় তবে তা ব্যর্থ হয়৷ বর্তমানে এর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বাংলা একাডেমির সর্বোচ্চ পদমর্যাদা ফেলো। এর ৪টি বিভাগ রয়েছে। তা হলো-
-গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ
-ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ
-পাঠ্যপুস্তক বিভাগ
-প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ

এটি ২০১০ সালে সাহিত্য চর্চায় অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেছিল। এছাড়াও প্রতিষ্ঠানটি নিজেও 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' প্রদান করে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ। এটি প্রবর্তিত হয় ১৯৬০ সালে। এটি বাংলা ভাষা নিয়ে গবেষণা, গ্রন্থ প্রকাশ ও সম্পাদনা, ভাষান্তরকরণ, বাংলা অভিধান, ইংরেজি, উর্দু ভাষার অভিধান রচনাসহ নানাবিধ কাজ করে থাকে। এটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে বাংলা একাডেমি চত্বরে বইমেলাও অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণসহ সাহিত্য ও শিল্পে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রেখে আসছে।

ধন্যবাদ সবাইকে।

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...