Friday, August 23, 2019

পুনরুজ্জীবনী বার্তা

তাসমিয়া জান্নাত

  শিক্ষার্থী: চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ


তোর লক্ষ্যটা ঠিক অন্য ছিল!
তোর স্বপ্নগুলো পূরণ হওয়ারই ছিল।
তুই তো তার যোগ্যই ছিলি!
তোর ইচ্ছেগুলো বেশ ঝলমলে ছিল।
তোর ওপর তোর অনেক আস্থা ছিল।
কিন্তু ঠিকঠাক থাকা জীবনের এই চলতি পথে কী হয়ে গেল??
জানিস না তো!! কিছুই বুঝিস না তুই?
নাকি তুই তা বুঝতেই চাস না?
আরে!! ভুলটা তো তুই-ই করেছিস!
তো, সেই ভুলের মাশুল কি তুই দু'চোখ দিয়ে ঝরাবি না?
ভুল যখন করেছিস, সেই ভুলের মাশুল তো তোকে গুণতেই হবে। 
কর্মফল বলেও তো কিছু একটা আছে, নাকি?
কাঁদিস না বোকা মন! শুধু কি কাঁদলেই জীবন চলবে?
কত কাজ পড়ে আছে বলতো?
তোকে তো নিজের একটা জায়গা তৈরি করে নিতে হবে? হাল ছাড়লে চলবে?
এখন তোর যে অবস্থা, তা থেকে তো তোর পরিত্রাণ পাবার কথা না! 
যখন পরিত্রাণ পাবিই না, তখন তা নিয়ে অযথা ভেবে আজকের দিনটা মাটি করছিস কেন বলতো?
একটাইতো জীবন! এই জীবনেই তো তোকে বাঁচার মত বাঁচতে হবে। মরার আগেই তুই মরে গেলি??
জীবনে চলার পথ বন্ধুরই হয়। আলো-আঁধারির মিশেল তো থাকে পুরো জীবন জুড়ে।
তুই এখন জীবনের একটা বাঁক অন্ধকারেই দাঁড়িয়ে আছিস! 
তুই কি আলোর সন্ধান করবি না? এটা তো হয় না!
রাতের নিকষ কালো আঁধার ফুঁড়েই তো বেরোয় পুবের ঐ সোনালি প্রভা। 
ভাবিস না তুই!
জীবন কখনও ব্যর্থ হয় না। 
শুধু তোকে খুঁজে নিতে হবে প্রাণপণে.... তোর জীবনের উজ্জ্বল প্রদীপ শিখা কিসের আড়ালে জ্বলজ্বল করছে?

1 comment:

Tasmia Zannat said...

থ্যাংক ইউ

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...