Wednesday, August 28, 2019

লক্ষ্যপানে

_______তাসমিয়া জান্নাত


ভাবো, তুমি একাই একশো
ভাবো, তুমি পারবেই,
হাল ছেড়ো না বন্ধু
নতুন ভোর তো আসবেই।

চিত্তে রাখো হিম্মত
বুকে রাখ বল,
হেরে যেতে পারো না
হবেই তুমি সফল।

অন্ধকার পেরিয়ে যাও
আসবেই তো আলোর রেখা,
মিছেমিছি ভয় কেন তবে
ভীরুতাকে দাও ছ্যাঁকা।

কত মহামানব আছে এমন
হেরেছেন বহুবার,
দমাতে পারে নি কেউ
মানে নি তবু হার।

ব্যর্থতায় ভীত না হয়ে
ঘুরে দাঁড়াও এবার,
হয়তো এটাই হবে
প্রতীক সফলতার।

নিজেকে ক্ষুদ্র না ভেবে
সাহস রাখ প্রতিভার,
কেউ যে ছোট নয়
ভয় কেন সংকীর্ণতার?

গর্জে ওঠো স্বহস্তে
ভয় পাই না কো আর,
আমার মাঝে আমি'র বাস
লক্ষ প্রাণের সঞ্চার।

নাম দিলাম তোমায়
তুমি জিৎ বা জয়ীতা,
রুখবেই তুমি যত আছে
ভীরুতা আর প্রতিদ্বন্দ্বিতা।

লক্ষ্য তোমার একটাই__ সফলতা।

সেপ্টেম্বর ৩, ২০১৬ 

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...