Friday, August 9, 2019

aamipariniguchateপারিনি এখনো গুছাতে নিজেকে
ভেসে যাচ্ছে সব আজ শূণ্যলোকে!
ধ্বংস হয়ে গেছে ভেতরটা যে আমার
কিভাবে করব আমারে পুনঃআবিষ্কার?

নাহ! দিকহারা এই জীবনসমুদ্রে তরীর পাল আমি তুলবই। জীবনতরী তার নিজ গন্তব্যে পৌঁছবেই।
যত কালবৈশাখী আঁছড়ে পড়ুক, যত ঘূর্ণিঝড়, সাইক্লোন সব লন্ডভণ্ড করে দিক, যতই বিক্ষুব্ধ তরঙ্গ এসে তীর ভাঙ্গুক__ জীবনতরী তা মাড়িয়ে বিজয় নিশান উড়াবেই।।।।

 বাজবে! বাজবেই প্রলয় বিষাণ
   সব নির্বেদ আজ মাড়াবোই,,
     উড়বে! উড়বেই বিজয় নিশান
       শির উঁচু করে দাঁড়াবোই!

_____তাসমিয়া জান্নাত
৩১ ডিসেম্বর, ২০১৬ 

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...