Wednesday, August 7, 2019

জেতার প্রস্তুতি

তাসমিয়া জান্নাত


সব ভুলকে পেছনে ফেলে চল এগিয়ে যাই

মিশে যাই সম্মুখগামীদের ভীড়ে।

হেরিব না কোনো দিক, মানিব না কোনো বন্ধন, করিব না আর ক্রন্দন, বিনাশ হবে মিথ্যার প্রহসন। আমাদের আছে কষ্টের শক্তি,

আমাদের আছে ধৈর্যের শক্তি,

আমাদের আছে প্রচেষ্টার শক্তি,

আমাদের আছে হেরে যাওয়ার ক্রোধ,

ক্রোধই আমাদের শক্তি।

দুঃখ তো দুঃখ নয়

কষ্ট তো কষ্ট নয়

দুঃখ আমাদের সম্বল

কষ্ট আমাদের রুপান্তরিত ঢাল।

নতুন করে হারবার ভয় আমাদের নেই 

হারতে হারতেই আমরা এতদূর এসেছি।

এবার জেতার পালা_

এবারের সময়টা আমাদের_

হ্যাঁ, ঠিক বলেছি, আমাদের।

কষ্টের অভিজ্ঞতাই আমাদের জেতার অলংকার

আমরাই হবো ব্যর্থতাকে পাশ কাটিয়ে যাওয়া সিপাহসালার

হতাশাকে ধ্বংস করার তলোয়ার

বিষণ্ণতাকে বিনষ্ট করার বর্ম

আমাদের নগ্ন তরবারির আঘাতে ছিন্ন-ভিন্ন হবে সমস্ত অবহেলার মূল হোতারা।

আমরা সম্মুখগামী,

আমরা প্রতিবাদী,

আমরা সাহসিনী,

আমরা স্রোতস্বিনী,

আমরা তেজস্বিনী,

আমরা দুর্ধষীনি,

আমরাই তো শক্তির আধার।

কে রুখবে আমাদের? দমার পাত্রী নই।

কে হারাবে আমাদের? হারতে রাজি নই।

আমরাই আনবো  নতুনত্ব _

পুরাতনকে ভেঙে গড়বো আমরাই_

বিষাক্ত পরিবেশকে নির্মল করবো তো আমরাই।

নবযুগের করাঘাতে বন্ধ দরোজা খুলবো আমরাই,

দখিনের জানালা দিয়ে প্রবাহিত হবে দখিনা বাতাস

আগামি দিনের সূর্যালোক তো হবে শুধুই আমাদের।

আলোকিত হব আমরা, আলোকিত করবো গোটা বিশ্বকে।

চল্,  বন্ধুরা!  আর কিসের ভয় তবে,,

জিতবো আমরা, দেখবে সবে।


উৎসর্গ__দুই বন্ধুকে


৩১ আগস্ট, ২০১৬

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...