Saturday, August 31, 2019

বাংলাদেশ

বাংলাদেশ
_____তাসমিয়া জান্নাত

বাংলাদেশ! বাংলাদেশ!
তুমি আমার প্রিয় স্বদেশ।
জন্মেছি তোমার কোলে,
বেড়েছি তোমার পরশতলে।
কি শীতল তোমার বাতাস,
নীল রঙিন এক আকাশ।
মন জুড়ানো পাখির গান,
কল কল নদীর কলতান।

সবুজ চাঁদরে ঢাকা মাঠ,
ধুলোমাখা পথ-ঘাট।
স্বর্গীয় এক পরিবেশ,
ভুলে যাই কষ্ট-ক্লেশ।

তুমি এক আশার বাতি,
বিশ্বজুড়ে জুড়ে ছড়াও জ্যোতি।
হও সবে গগনচুমী
তুমিই তো প্রিয় মাতৃভূমি।

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...