Saturday, August 31, 2019

একুশের পয়গাম

তাসমিয়া জান্নাত

এসেছে আজ দেখ সবে একুশের পয়গাম
রক্ত-মাখা এই ভাষায় আমার অহংকার
এই ভাষারই নিশান হাতে চলব বারংবার
এই ভাষার তরে নোয়ায় মাথা গোটা ধরাধাম।

তোমরা কেন দাও না সম্মান, রাখ না মান
বাংলা ভাষা, বাংলা মা এইতো আমার সংসার
এই ভাষাতেই বলতে শিখি, এই ভাষা মা'র
এই ভাষা যে সবচে সেরা, দিয়েছি তার প্রমাণ।

ভাষার জন্যে বাংলা সন্তান দিয়েছে তার প্রাণ
শহীদ তারা সালাম, বরকত, রফিক, জব্বার
জীবন দিয়ে দিয়েছে সুযোগ শির উঁচু করবার
চল সবাই উঠে দাঁড়াই করি তাদের মহীয়ান।

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...