Saturday, August 31, 2019

ক্বলবেরই জুলমাত প্রভু দূর করে দাও
তোমারই নূরে আলোকিত করে দাও,
       প্রভু.....
            জুলমাত দূর করে দাও....

এই জীবনে যত পাপ করেছি আমি
দয়ারই ফাল্গুধারায় মাফ কর অন্তর্যামী
     প্রভু.....
            পাপ করেছি আমি...

শয়তানেরই ওয়াসওয়াসা থেকে বাঁচাও
তোমার রহমতেরই ধারায় ভাসাও,
     প্রভু......
         ওয়াসওয়াসা থেকে বাঁচাও...

পরকালে জান্নাত হয় যেন ঠিকানা
চাই না কিছু আর, এটাই শুধু কামনা,
      প্রভু......
         জান্নাত যেন হয় ঠিকানা...

তাসমিয়া জান্নাত

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...