Saturday, August 31, 2019

এক তমসায়

এক তমসায়....
______তাসমিয়া জান্নাত
_______________________________________
যখন বাড়িতে ছিলাম, তখন তমসাচ্ছন্ন গাছগাছালির ভেতরে একখন্ড রুপালি চাঁদের দেখা মিলতো। অবাক নয়নে তাকিয়ে থাকতাম। খানিক পরেই সম্বিত ফিরে আসতো।  এতো সুন্দর তারায় ঝলমল আকাশ!! মাঝখানে চাঁদ যেন রাণীর মতো বসে আছে।
আগে একাকি রাতে উঠোনে যেতে ভয় পেতাম। এখন ভয় পাইনা। চাঁদ আর তারাদের সাথেই মিতালী করি। জোনাকি পোকার তেমন দেখা মেলে নি এবারে। তবে ঝিঁ ঝিঁ পোকার গা ছমছমানো আওয়াজ শুনেছি। আমাদের পুকুরে ব্যাঙের গান শুনেছি। যদি একাকি আরো পথ যেতে পারতাম হয় তো আরো কিছু অনুভব করতে পারতাম। কিন্তু একটু পরেই বাবা/মার ডাক পড়তো।  ইশা!!!! রাতে বাইরে কি করস? ভেতরে আয়!!! ব্যস!!! কল্পনার জগত শেষ। অগত্যা সব  ফেলে ভেতরে চলে আসতে হলো।

মিসিং......এখানে এসব কিচ্ছুইই নেই

৭ সেপ্টেম্বর, ২০১৬ 

No comments:

শামসুর রাহমান শামসুর রাহমান ছিলেন আধুনিক বাংলা কবিতার রূপকার। বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্র...